ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ গেমসে চ্যাম্পিয়ন সালমা-জাহানারারা


বাংলাদেশ গেমসে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ সবুজ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নীল দল। এ জয়ের ফলে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হলো সালমা-জাহানারারা।

শুক্রবার (১২ মার্চ) স্বর্ণপদক নির্ধারণী ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাহানারা আলম, সালমা খাতুনদের বোলিং তোপে রীতিমতো ধুকতে থাকে সবুজ দলের ব্যাটসম্যানরা।

এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নীল দলের অধিনায়ক সালমা খাতুন। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেননি তারকা পেসার জাহানারা।

প্রথম পাওয়ার প্লে’র ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান করতে সক্ষম হয় সবুজ দল। আগে ব্যাট করে ৩৬ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় সবুজ দল। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন রিতু মণি। তার ৩৯ বলের ইনিংসে ছিল ২টি চারের মার। পুরো ইনিংসে মোট ৭টি চার মারতে সক্ষম হয় সবুজ দল।

নীল দলের পক্ষে ৮ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছে জাহানারা, ৭ ওভারে ১৫ রানে দিয়ে মুমতা হেনা নিয়েছেন ৩ উইকেট। এছাড়া অধিনায়ক সালমা ২ ও রাবেয়া খানের ঝুলিতে গেছে ১টি উইকেট।

৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ফারজানা হক, শামীমা সুলতানার ব্যাটিং তাণ্ডেবে মাত্র ১৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। শারমিন সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ সবুজ দলকে ৮ উইকেটে হারিয়ে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ নীল দল।

এমআইআর/এডিবি