ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেতে একাধিক পরিবর্তন


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাধিক পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

ইতোমধ্যে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।

অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।

মিঠুনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডের একাদশে এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে যাওয়া মিঠুন বাদ পড়েছেন।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন বাদ পড়েছেন। তার স্থলে স্থান পেয়েছেন শরিফুল। শরিফুল ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছেন, কিন্তু এখনো ওয়ানডে অভিষেক হয়নি এই বাঁহাতি পেসারের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারঙ্গা,  লাকসান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমান্থ চামিরা।

ওয়াই এ/এডিবি