ন্যাভিগেশন মেনু

‘বাংলাদেশ হবে শান্তি-সম্প্রীতি ও সহনশীলতার মডেল’


‘শান্তির পথে একসাথে’ এই যাত্রার সূচনা হোক সারা বাংলাদেশে। উন্নয়ন এবং শান্তিযাত্রা হাত ধরাধরি করে এগিয়ে যাবে - আন্তর্জাতিক শান্তি দিবসে সেটিই কামনা করছি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সার্কিট হাউস মাঠে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা রূপান্তর এর নেতৃত্বে পিস কনসোর্টিয়াম আয়োজিত ‘শান্তি সাইকেল র‌্যালি’ উদ্বোধনকালে খুলনা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন একথা বলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আগামীর বাংলাদেশ যুবদের নেতৃত্বে সহনশীল ও মানবিক একটি দেশ হয়ে উঠবে, হবে পারস্পরিক শান্তি - সম্প্রীতি ও সহনশীলতার মডেল।’

অনুষ্ঠানে খুলনার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, প্রেস ক্লাব সভাপতি ও রূপান্তর-এর নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।

এ কে হিরু/ এমআইআর/এডিবি