ন্যাভিগেশন মেনু

শান্ত-তামিম-মুমিনুলে দাপুটে দিন বাংলাদেশের


ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবাল-মুমিনুল হকের জোড়া অর্ধ-শতকের সঙ্গে নাজমুল হোসেন শান্তর অসাধারণ সেঞ্চুরিতে দুর্দান্ত সূচনা পেয়েছে বাংলাদেশ।

এদিন টস জিতে শুরুতে ব্যাট হাতে প্রথমদিন শেষে বাংলাদেশের পুঁজি দাঁড়িয়েছে ২ উইকেটে ৩০২ রান। নাজমুল হাসান শান্ত ১২৬ রানে এবং অধিনায়ক মুমিনুল হক ৬৪ রানে অপরাজিত রয়েছেন।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিল টাইগার শিবির। কিন্তু তামিম-শান্তর জুটিতে দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়িয়েছে সফররত বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে বিদেশের মাটিতে প্রায় ১২ বছর পর ১৪৪ রানের পার্টনারশিপ গড়েছেন তামিম-শান্ত।

শতক থেকে মাত্র ১০ রান দূরে থেকে তামিম সাজঘরে ফেরেন। তার আগে ১০১ বলের মোকাবেলায় হাঁকান ১৫টি চার। তার বিদায়ের পর লঙ্কান বোলারদের ধৈর্যচ্যুতি ঘটিয়ে শান্ত তুলে নেন ক্যারিয়ারের প্রথম শতক। ২৮৮ বল খরচায় ১৪ বাউন্ডারি ও এক ছক্কায় ১২৬* রান তুলে ব্যাট চালিয়ে যাচ্ছেন ওয়ানডাউনে নামা শান্ত।

টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক ১৫০ বলে ৬ বাউন্ডারিতে ৬৪ রান সংগ্রহ করে অপরাজিত রয়েছেন।

এমআইআর/ এডিবি/