ন্যাভিগেশন মেনু

মসজিদ নির্মাণ করলেন সাকিব


নিজ জেলা মাগুরার আলোকদিয়ার বারাশিয়ায় নানাবাড়ি এলাকায় মসজিদ নির্মাণ করে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ শতাংশ জমির ওপর বারাশিয়া পূর্বপাড়া জামে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদের ভেতরে ছয়টি কাতার রয়েছে। যেখানে দুই শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তৈয়ব বিশ্বাস জানান, মাগুরাতেই জন্মেছেন সাকিব। বারাশিয়া গ্রামে তার নানার বাড়ি। ১৯৮০ সালে গ্রামবাসীর উদ্যোগে প্রধান সড়কের পাশে একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। এর দুই-তিন বছর পর মাদরাসাটির বিপরীত পাশে ৫ শতাংশ জমির ওপর মসজিদের কার্যক্রম শুরু করা হয়। বর্তমানে এর জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশ। কিন্তু প্রয়োজনীয় অর্থ সংকুলান না হওয়ায় মসজিদের অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হয়নি। অবশেষে সাকিব নিজেই লোকবল নিয়োগ করে মসজিদটি নির্মাণের দায়িত্ব নেন।

গত বছরের এপ্রিলে ক্রিকেটার সাকিবের অর্থায়নে মসজিদটির প্রথম তলা নির্মাণের পর সেখানে ইমামতি করছেন মুফতি মো. আতিক উল্লাহ। তিনি বলেন, নানাবাড়ি এলাকায় সাকিবের এ মহৎ কাজে মুসল্লিরা খুবই খুশি হয়েছেন।

এ বিষয়ে সাকিব আল হাসানের ছোট মামা মাদরাসাশিক্ষক বাবলুর রহমান বলেন, সাকিব নিজের অর্থায়নে মসজিদটি নির্মাণ করে দিয়েছেন। কিন্তু কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেটি আমাদের জানা নেই। কেননা বিষয়টি সাকিব কখনো প্রচার করতে চাননি।

ওআ/