ন্যাভিগেশন মেনু

মুক্ত বাতাসে তামিমরা


টানা দুই সপ্তাহ কোয়ারেন্টাইন শেষে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার (১০ মার্চ) টাইগারদের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়েছে। এর মধ্যে তাদের ৪ বার করোনা টেস্ট করা হয়। সর্বশেষ টেস্টেও সফরে থাকা বাংলাদেশ দলের সবার ফল নেগেটিভ এসেছে।

খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুধবার নিউজিল্যান্ডের কোয়ারেন্টিন-অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের সঙ্গে তুলে ধরেন তামিম ইকবাল। বলেন, ‘এখন আমরা বাইরে বের হতে পারছি, এটা দারুণ ব্যাপার। মুক্ত বাতাসে আছি। খুব ভালো লাগছে।’

অবাধ চলাফেরার সনদ আর মুক্তির স্বস্তি নিয়ে বাংলাদেশ দল ক্রাইস্টচার্চ ছেড়ে চলে গেল কুইন্সটাউনে। ওয়ানডে সিরিজের আগে সেখানেই চলবে পাঁচ দিনের অনুশীলন।

ওয়ানডে দলের অধিনায়ক তামিম বলেন, ‘এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। আমরা জৈব সুরক্ষা বলয়ে থেকেছি, কিন্তু কোয়ারেন্টিন অবস্থায় থাকিনি। সত্যি বলতে কি, এখানে যারা ছিলেন, তারা আমাদের দারুণ দেখভাল করেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের যেভাবে দেখভাল করেছে, সে জন্য আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। সময়টাকে আমাদের জন্য তারা যতটা সহজ করা যায়, করেছে।’

এবার নিউজিল্যান্ড সফরে কোনও টেস্ট ম্যাচ নেই। বাংলাদেশ খেলতে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি। স্বাভাবিক সময়ে হতে পারত ছোট এক সফর। সেটা অনেক লম্বা সফর হয়ে যাওয়াতেই স্বাভাবিক সময়ের চেয়ে বড় তফাৎ দেখছেন তামিম।

‘ব্যাপারটা খুবই কঠিন। বিরাট পার্থক্য তৈরি করে স্বাভাবিক সময়ের বিদেশ সফরের সঙ্গে। আমাদের এখানে ৪৫ দিন থাকতে হচ্ছে। অথচ স্বাভাবিক সময়ে হয়তো সফরটি অর্ধেক সময় হতো। এতেদিনে আমরা দেশে ফিরে যেতাম। কিন্তু পরিস্থিতি এখন এমনই। আমাদের উচিত প্রতিটি দেশের নিজস্ব নিয়মকে সম্মান জানানো।’

আগামী ১৬ মার্চ প্রথম ম্যাচের ভেন্যু ডানেডিনে যাবে টাইগাররা। ২০ মার্চ মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

ওআ/