ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে আরও ৩ বাংলাদেশির মৃত্যু


করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্ক, কানেকটিকাট এবং ক্যালিফোর্নিয়ায় বুধবার (২০ মে) আরও ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

গত কদিন কোন প্রবাসীর মৃত্যু না হওয়ায় কমিউনিটিতে স্বস্তি এসেছিল, তা মলিন হয়ে পড়লো পুনরায় তিনজনের মৃত্যু সংবাদে।

এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে মারা গেলেন ২২৭ প্রবাসী বাংলাদেশি। 

উত্তর আমেরিকাস্থ বিয়ানিবাজার সমিতির সেক্রেটারি মহিবুর রহমান রুহুল হাসপাতালের উদ্ধৃতি দিয়ে এ সংবাদদাতাকে জানান, নিউইয়র্ক সিটির রিচমন্ডহিল এলাকার বাসিন্দা এবং সিলেটের বিয়ানিবাজার উপজেলার পাতন গ্রামের সন্তান হাজী ফইজউদ্দিন (৮২) ব্রঙ্কসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। একইরোগে আক্রান্ত হয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে তার স্ত্রী নেহারুন্নেসাও মারা গেছেন। 

এদিকে, আমেরিকাস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়া এবং সেক্রেটারি আশরাব আলী খনি লিটন স্বজনের উদ্ধৃতি দিয়ে এ সংবাদদাতাকে জানান, আনোয়ারা উপজেলার সন্তান এবং কানেকটিকাট অঙ্গরাজ্যে প্রবাসী জাকির আহমেদ (৬৮) বুধবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। 

অপরদিকে, আমেরিকাস্থ নর্থবেঙ্গল ফাউন্ডেশনের নেতা হাসানুজ্জামান হাসান স্বজনের উদ্ধুতি দিয়ে জানিয়েছেন যে, নিউইয়র্কের জ্যামাইকার বাসিন্দা এবং গাইবান্ধার গবিন্দগঞ্জের সন্তান খন্দকার রেজাউল করিম রাজু (৪৬) করোনায় আক্রান্ত হয়ে সানফ্রান্সিসকো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ইন্তেকাল করেছেন

এদিকে, নিউইয়র্ক সিটিতে করোনায় মারা গেছেন মোট ১৫ হাজার ৭৮৯জন। অপরদিকে নিউইয়র্ক স্টেটে সর্বশেষ তথ্য অনুযায়ি মঙ্গলবার মারা গেছে ১১২ জন। এ স্টেটে মোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৮৪৩ জন। আর আমেরিকায় বুধবার রাত ১০টা পর্যন্ত মারা গেছে ৯৩ হাজার ৮০৬ জন।

জোন্স হপকিন্স ইউনিভার্সিটির এ তথ্যের সাথে অবশ্য গড়মিল রয়েছে ওয়ার্ল্ডোমিটারের। সেখানে যুক্তরাষ্ট্রে ওই একই সময়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দেখা গেছে ৯৪ হাজার ৯৯৪।

এডিবি/