ন্যাভিগেশন মেনু

যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন নাজমুল হাসান পাপন


যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) ও কিশোরগঞ্জ-৬ আসনের এমপি  নাজমুল হাসান পাপন । 

বৃহস্পতিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে।

ক্রিকেট বোর্ডের সভাপতি হলেও পাপনের মন্ত্রিত্বকে ইতিবাচক হিসেবেই দেখছেন ক্রীড়াঙ্গনের অন্য ফেডারেশনের ব্যক্তিবর্গ।

মন্ত্রীত্ব পাওয়ায় তিনি বিসিবির দায়িত্ব ছেড়ে দেবেন কিনা তা নিয়ে গুঞ্জন আছে। তবে সংবাদ মাধ্যমকে পাপন জানিয়েছেন, মন্ত্রীত্বের সঙ্গে বিসিবির দায়িত্ব পালনে কোন স্বার্থ দ্বন্দ্ব নেই। তবে সম্ভব হলে চলতি বছরই দায়িত্ব ছেড়ে দিতে চান বলেও উল্লেখ করেছেন তিনি।

চলতি বছরই বিসিবি সভাপদি হিসেবে বর্তমান মেয়াদ শেষ হবে পাপনের। মূলত নতুন দায়িত্ব পাওয়ায় কাজের পরিধি আরো বেড়ে যাবে বিসিবি সভাপতির।
এবারই প্রথম বোর্ড থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেননি অভিজ্ঞ এই ক্রিকেট সংগঠক। দু’মাস আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছর বর্তমান মেয়াদ শেষ হবে, বিসিবি সভাপতি হিসাবে এটিই তার শেষ হতে পারে।