ন্যাভিগেশন মেনু

শনিবার রাজশাহী যাচ্ছেন রাষ্ট্রপতি


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পঞ্চম সমাবর্তনে যোগ দিতে শনিবার  রাজশাহী যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ 

রাবি সূত্রে জানা যায়,শনিবার (৩০ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরে দুপুর ৩টায় সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা, ডিগ্রি উপস্থাপন সহ পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের সনদপত্র প্রদান করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সবশেষে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ ও সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

আগামী রবিবার (১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রুয়েটের পঞ্চম সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি হলে এদিন বিকাল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এস এ / এস এস

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন