শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সমরকন্দে আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশের ২২তম শীর্ষসম্মেলনে অংশ নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।
ভাষণে তিনি বলেছেন, চলতি বছর শাংহাই সহযোগিতা সংস্থার সনদ স্বাক্ষরের ২০তম বার্ষিকী এবং সদস্য দেশের দীর্ঘস্থায়ী সহাবস্থান সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ১৫তম বার্ষিকী। দুই দশকে সংস্থার সদস্য দেশগুলো তাত্পর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে।
সংস্থার করণীয় সম্পর্কে তিনি বলেন, এক, রাজনৈতিক আস্থায় অবিচল থাকা। সবসময় পারস্পরিক উপকারিতামূলক এবং যৌথ সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া। দুই, সমানভাবে আচরণ করায় অবিচল থাকা। বড়, ছোট দেশের সম-মর্যাদা নিশ্চিত করা। তিন, উন্মুক্তকরণ ও সহনশীল নীতিতে অবিচল থাকা। আরো বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারি সম্পর্ক ও উভয় কল্যাণকর সহযোগিতা উন্নত করা। চার, ন্যায্যতায় অবিচল থাকা। জাতিসংঘ সনদ ও নীতি মেনে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা সমাধান করা। নিজের স্বার্থের জন্য অন্য দেশের বৈধ স্বার্থের ক্ষতি না করা।
এ সব বিষয় পারস্পরিক আস্থা, সমতা, আলোচনা এবং অভিন্ন উন্নয়নের ‘শাংহাই চেতনার’ প্রতিফলন।
নতুন পরিস্থিতিতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শাংহাই সহযোগিতা সংস্থার উন্নয়নের জন্য পাঁচটি প্রস্তাবও দেন।
প্রথমত, পরস্পরের প্রতি সমর্থন জোরদার করা। উচ্চ পর্যায়ের বিনিময় ও কৌশলগত যোগাযোগ বাড়ানো। অন্য দেশেহস্তক্ষেপের বিরোধিতা করা।
দ্বিতীয়ত, নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণ করা। চীন আগামী ৫ বছরে সদস্য দেশগুলোর দুই হাজার আইনপ্রয়োগ কর্মীকে প্রশিক্ষণ দিতে ইচ্ছুক। চীন বিশ্বের নিরাপত্তার আহ্বান উত্থাপন করেছে। এর উদ্দেশ্য হল ভারসাম্য, কার্যকর ও টেকসই নিরাপত্তা কাঠামো স্থাপন করা। বিভিন্ন দেশকে এই আহ্বানে যোগদানে স্বাগত জানায় চীন।
তৃতীয়ত, বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার করা। আন্তর্জাতিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করায় চীন উন্নয়নশীল দেশের জন্য ১.৫ বিলিয়ন ইউয়ানের খাদ্যসহ জরুরি মানবিক সাহায্য দেবে।
চতুর্থত, মানবিক ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা। অব্যাহতভাবে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, স্বাস্থ্য, তথ্য মাধ্যমসহ বিভিন্ন খাতের সহযোগিতা সম্প্রসারণ করতে হবে।
পঞ্চমত, বহুপক্ষবাদে অবিচল থাকতে হবে। জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, চীন শাংহাই সহযোগিতা সংস্থার পরবর্তী পালাক্রমিক চেয়ারম্যান দেশের দায়িত্ব গ্রহণে ভারতকে অভিনন্দন জানায়। চীন বিভিন্ন দেশের সঙ্গে ভারতকে সংশ্লিষ্ট কাজগুলো করতে সাহায্য করবে। (সূত্র: সিএমজি)