ন্যাভিগেশন মেনু

শান্তর পর সাজঘরে ফিরলেন মুমিনুল


দেশসেরা জুটির রেকর্ড গড়ার পর দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। এরপর আর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারলেন না দলীয় অধিনায়ক ‍মুমিনুল হকও। তিনি ফিরেছেন ১২৭ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৩০ রান।

টেস্টে তৃতীয় উইকেটের জুটিতে সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করেন তারা। তবে এই রেকর্ড বেশিদূর নিয়ে যেতে দেননি লঙ্কান পেসার লাহিরু কুমারা। শান্তকে ব্যক্তিগত ১৬৩ রানে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়ে দিয়ে ২৪২ রানের বিশাল জুটি ভাঙেন তিনি।

শান্ত ফিরলেও দলের হাল শক্ত করে ধরে মুমিনুল হক। তাকে ভালোই সঙ্গ দিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম। তবে নিজের ইনিংস বেশিদূর নিতে পারেননি মুমিনুল। দলীয় ৪২৪ রানের মাথায় ধনাঞ্জয় ডি সিলভা বলে লাহিরু থিরিমান্নে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফেরার আগে ৩০৪ বলে ১১ রানে ১২৭ রান করেন তিনি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস জিতে প্রথম দিন ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পায়। দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩০২ রান করে টাইগাররা। ১২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শান্ত। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬৪ রানে মাঠ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক। তবে দুর্দান্ত ব্যাটিং করা তামিম ইকবাল ৯০ রানে আউট হন।

ওআ/