ন্যাভিগেশন মেনু

শুরুতেই সাকিব-তামিমকে হারিয়ে বিপদে বাংলাদেশ


শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই বিদায় নিয়েছেন ওপেনিংয়ে খেলতে নামা তামিম ইকবাল ও ওয়ানডাউনে খেলতে নামা সাকিব আল হাসান।

মঙ্গলবার (২৫ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেছিলেন তামিম ইকবাল।

৬ বলে ৩ চারে ১৫ রান করে চামিরার বলে আউট হয়ে গেছেন তামিম। এরপর ব্যাটিংয়ে এসে ৩ বল খেলে ০ রানে সাজঘরে ফেরত গেছেন সাকিব আল হাসানও।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। ২৩ রান নিয়ে উইকেটে আছেন লিটন দাস, মুশফিকুর রহীম আছেন ৭ রানে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন দ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও দুশমন্থ চামিরা।

ওআ/