ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কাকে ২৪৭ রানে টার্গেট দিলো বাংলাদেশ


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ২৪৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে ১-০ তে এগিয়ে টাইগাররা।

মঙ্গলবার (২৫ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের শুরুতেই দুই উইকেট খুইয়ে বিপাকে পড়লেও টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ লড়াকু স্কোর সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন টাইগার কাপ্তান তামিম। কিন্তু চামিরার বলে ১৩ রানেই সাজঘরে ফিরেন টাইগার এই ওপেনার। তামিমের পর তিন নাম্বারে ব্যাট করতে এসে বাংলাদেশকে বিপদে ফেললেন সাকিবও। চামিরার চতুর্থ বলে এলবি'র শিকার হন সাকিবও।

লিটন দাস ধীরেসুস্থে খেললেও ৪২ বলে ২৫ রান তুলে সান্দাকানের বলে ক্যাচ তুলে দেন ডি সিলভার হাতে। দলীয় ৭৪ রানে সান্দাকানের বলে উইকেটরক্ষক কুশল পেরেরার হাতে তালুবন্দি হয়ে মোসাদ্দেক হোসেন সৈকত বিদায় নিলে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা।

দলের বিপদের মুহূর্তে আবারও হাল ধরেছেন মুশফিকুর রহিম। ক্রিজে থাকা মুশফিকের সঙ্গে দলের হাল ধরেছিলেন মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে গড়েছেন দারুণ জুটি। দুজনের এই জুটি থেকে আসে ১০৮ বলে ৮৭ রান। এক প্রান্ত আগলে রেখে এ তারকা ব্যাটসম্যান ব্যাক টু ব্যাক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন।

৫৮ বলে ৪১ রান করে মাহমাদুল্লাহ সাজঘরে ফিরলে লাকশান সান্দাকানকে চার মেরে রানের খাতা খোলেন আফিফ। শুরু থেকেই আফিফ ইনিংস বড় করতে পারেননি শেষ পর্যন্ত। ৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন।

আফিফের পর ক্রিজে এসে ডি সিলভার বলে রানের খাতা খোলার আগেই বোল্ট হন মিরাজ ও শরিফুল। ১১ রানে সাইফউদ্দিন আউট হন। শেষে ৪৮ ওভার ১ বলে সাজঘরে ফিরে মুশফিক। আউট হওয়ার আগে দলকে উপহার দেন ১২৭ বলে ১২৫ রান। মূলত তার রানের উপর ভিত্তি করেই লড়াকু সংগ্রহ পেল বাংলাদেশ।

এমআইআর/এডিবি/