ন্যাভিগেশন মেনু

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৩ রানে জয় বাংলাদেশের


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৩ রানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

স্বাগতিকদের দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ২২৪ রানে অলআউট হয়েছে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে সেরা বোলার মেহেদী হাসান মিরাজ। এছাড়া মুস্তাফিজ ৩টি, মোহাম্মাদ সাইফুদ্দিন ২টি এবং সাকিব আল হাসান ১টি উইকেট শিকার করেছেন।

সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান আসে হাছারাঙ্গার ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক কুশল পেরেরা দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন।

এর আগে টস জিতে ব্যাটিং নেমে শুরুতেই লিটনের উইকেট খুইয়ে ধাক্কা খায় বাংলাদেশ। দলের রানের খাতা খোলার আগেই চামিরার বলে ডি সিলভার তালুবন্দী হয়ে সাজঘরে ফিরে লিটন। এরপর তামিম- সাকিব কিছুটা প্রতিরোধ গড়লেও টাইমিংয়ে গড়বড় হয়ে ৩৪ বলে ১৫ রান করে আউট হন সাকিব।

শুরু থেকেই দারুণ ব্যাটিং করে মাত্র ৬৬ বলে ৬টি চার ও ১টি ছয়ে ৫০ পূর্ণ করেন দেশসেরা ওপেনার। তবে ফিফটির পর মাত্র ২ রান যোগ করে ধনাঞ্জয়া ডি সিল্ভার বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন সাজঘরে।  

তামিম আউট হওয়ার পর মাঠে এসে প্রথম বলেই ০ রানে আউট হন মোহাম্মদ মিথুন। এরপর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর দেখে শুনে ব্যাটিংয়ে রানের ভিত্তি পায় বাংলাদেশ। আউট হওয়ার আগে রান মেশিন মুশফিকের ব্যাট থেকে আসে ৮৭ বলে ৮৪ রান।

অপরপ্রান্ত আগলে খেলা মাহমুদউল্লাহ রিয়াদ ৬৯ বলে ২টি চার ও ১টি ছয়ে অর্ধশতক হাঁকান তিনি। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে অবস্থান করতে পারেননি তিনি। ৭৬ বলে করেন ৫৩ রান।

শেষদিকে আফিফ হোসেনের ২২ বলে ২৭ রান ও সাইফউদ্দিনের ৯ বলে ১৩ রানের সুবাদে ২৫৭ রানের পুঁজি পায় বাংলাদেশ।

এমআইআর/ওআ