ন্যাভিগেশন মেনু

সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা


নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল।  সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগার বাহিনী। এরইমধ্যে অনুষ্ঠিত তিনটি ম্যাচের দুটিতে জিতে সিরিজে ২-১ এ এগিয়ে আছেন বাংলাদেশ।

বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা।

গত রবিবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৯ রানের টার্গেট পাড়ি দিতে পারেনি বাংলাদেশ দল। চেনা কন্ডিশনে নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের হার। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় গত ম্যাচ হারলেও, জয়ের ধারায় ফিরে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের বড় কোনো জুটি ছিলো না এবং আশা করছি কঠিনভাবে আমরা ঘুরে দাঁড়াবো। এখনো দুই ম্যাচ বাকী এবং আশা করছি পরের ম্যাচে আমরা জিতবো এবং সিরিজও জয় করবো।’

তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষকে ১৩০ রানে আটকে রাখতে দারুণ কাজ করেছে বোলাররা। আমরা শুরুটা ভালো করেছিলাম, আমরা দ্রুত উইকেট হারিয়ে আর সেই অবস্থা থেকে ঘুড়ে দাঁড়াতে পারিনি।’

এ বিষয়ে লিটন বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয় আমি আর নাঈম শুরুটা ভালো দিয়েছিলাম, আমি যদি ওই জায়গাটায় আরেকটু বিচক্ষণ ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাঈমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরের বার চেষ্টা করবো ইনিংসটা বড় করার জন্য।’

চতুর্থ ম্যাচের বিষয়ে লিটন বলেন, ‘যেহেতু লো স্কোরিং ম্যাচ হচ্ছে তো স্কোর করাটা এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন, ওভার বাউন্ডারি বা এমনি বাউন্ডারি মারাটাই অনেক কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেলে একটু বেশি ফোকাস দিতে হবে। রানিং বিটুইন দ্য উইকেটে একটু বেশি ফোকাস দিতে হবে।’

দুই দলের সম্ভাব্য একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড: রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, ম্যাট হেনরি ও হামিশ বেনেট।

এমআইআর/ওআ/