ন্যাভিগেশন মেনু

সেই দানবীর নাজিমকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর হস্তান্তর


মানবিকতার মহৎ দৃষ্টান্ত স্থাপনকারী করোনার চিকিৎসা তহবিলে নিজের সর্বস্ব দান করা ভিক্ষুক নাজিম উদ্দিনকে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ পাকাবাড়ি বুঝিয়ে দেয়া হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে শেরপুরের ঝিনাইগাতীতে বাড়ির চাবি হস্তান্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আনারকলি মাহবুব নতুন বাড়ির চাবি ও একটি দোকান ঘর মালামালসহ হস্তান্তর করেন।

ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নিভৃত পল্লী গারো পাহাড়সংলগ্ন গান্ধীগাঁও গ্রামে একখণ্ড জমির ওপর নির্মাণাধীন সেই ঘরের পুরোটা ইট দিয়ে গেঁথে তোলা হয়েছে। টিনশেড হাফ বিল্ডিং ওই ঘরে থাকছে দু’টি কক্ষ।

ঘরের ওপরে রঙিন টিনের ছাউনি। দু’পাশে লোহার গ্রিল দিয়ে বারান্দা করা হয়েছে। রয়েছে রান্নাঘর, তার পাশে গোসলখানা ও শৌচাগার। আর এটিই নিজের শেষ সম্বলটুকু দান করে দেয়া নাজিম উদ্দিনের জন্য প্রধানমন্ত্রীর উপহার।

এছাড়া জেলা প্রশাসক আনার কলি মাহবুব নাজিম উদ্দিনকে গান্ধীগাঁও বাজারে একটি দোকানঘর করে দিয়ে ব্যবসা করার জন্য নগদ ২০ হাজার টাকাও দিয়েছেন। ওই বসতঘর দেখতে এখন প্রায় প্রতিদিনই আশপাশের এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন ভিড় করছেন।

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনে সারা দেশের মতো সীমান্তবর্তী ঝিনাইগাতীসহ শেরপুরে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় মানুষের জীবনে দুর্ভোগ-কষ্ট নেমে আসে। এ সময় তাদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা তহবিলে গত ২১ এপ্রিল নিজের ঘর করার জন্য খুব কষ্টে জমানো ১০ হাজার টাকা দান করেন ভিক্ষুক নাজিম উদ্দিন।

ওআ/