ন্যাভিগেশন মেনু

১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য বাংলাদেশের


বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে দুই-দু'বার বৃষ্টির হানায় শেষ পর্যন্ত ৪ ওভার কমিয়ে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হয় ম্যাচটি। প্রথম বার ম্যাচের ১৩তম ওভারে চলাকালীন তথা ১২টা ৫৫ মিনিটে বৃষ্টি শুরু হয়। এতে ২৫ মিনিট বন্ধ থেকে ১টা ২০ মিনিটে পুনরায় খেলা শুরু হয়।

এরপর দ্বিতীয়বার নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামলে ম্যাচের ১৭.৫ ওভারে চলাকালীন ফের বৃষ্টি হানা দেয়। ১৭.৫ ওভার পর্যন্ত নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৭৩ রান ৫ উইকেটের বিনিময়ে।

বাংলাদেশের পক্ষে মেহেদি দুইটি, তাসকিন, সাইফুদ্দিন ও শরিফুল একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে নিজে উইকেট নেওয়ার পর এবার মার্টিন গাপটিলকে (২১) দুর্দান্ত এক ক্যাচে ফেরান তাসকিন আহমেদ। ষষ্ঠ ওভারের শেষ বলে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে নিউজিল্যান্ড ওপেনার লেগ সাইডে ফ্লিক করলেও সেখান থেকে এক হাতে ক্যাচ ধরেন তাসকিন। পরের ওভারে শরিফুল ইসলামের প্রথম বলে তুলে মারতে গিয়ে মোহাম্মদ মিঠুনের ক্যাচে বিদায় নেন পুরো সিরিজে বাংলাদেশকে ভোগানো ডেভন কনওয়ে (১৫)।

ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে (১৭) বিদায় করেন তাসকিন আহমেদ। ওভারের দ্বিতীয় বলে মাহমুদউল্লাহ রিয়াদ তার ক্যাচ ফেলে দিলেও ভুল করেননি মোহাম্মদ নাঈম।

এগিয়ে এসে মেহেদি হাসানকে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হলেন উইল ইয়াং (১৪)। তবে এরপরের ওভারেই বৃষ্টি হানা দেয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে সুযোগ হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তাঁর বদলে একাদশে ঢুকেছেন তাসকিন। প্রায় তিন বছরেরও বেশি সময় পর বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলছেন তাসকিন।

এমআইআর/এডিবি