ন্যাভিগেশন মেনু

‘করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন


অতিমারি করোনাভাইরাস সংক্রমনের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও মানবিক কর্মকাণ্ড নিয়ে লেখা‘করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর কুর্মিটোলার আর্মি গলফ ক্লাবের ক্যাফেতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক বাণিজ্য মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ।

স্বাগত বক্তব্যে রাখেন বইটির সম্পাদক ও কালের আলোর অ্যাকটিং এডিটর এম আব্দুল্লাহ আল মামুন খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবচিন্তা প্রকাশনীর সত্ত্বাধিকারী মো. শামসুল আলম খান।

স্বাগত বক্তব্যে এম আব্দুল্লাহ আল মামুন খান বলেন, করোনাকালে বাংলাদেশ সেনাবাহিনী মানবতার উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি বলেছেন, অতীতে বন্দুক উঁচিয়ে কঠোর মানসিকতার সেনাবাহিনী এবার করোনার মহাদুর্যোগে নিজেদের সম্পর্কিত প্রচলিত সব ধ্যান-ধারণাই আমূল বদলে দিয়েছে। মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাসদস্যরা সৃজন-মননের সন্নিবেশে বহুমাত্রিক কাজের মাধ্যমেই মানবতার উজ্জ্বল আভায় বিনির্মাণ করেছেন নিজেদের। এক্ষেত্রে বাহিনীটি মানবতার উদহারণ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, এমপি তার বক্তব্যে বলেন, অতিমারি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশ সেনাবাহিনীর মানবিকতার চিত্র নিয়ে লিখিত ‘করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী’ বইটি অন্যান্য ভাষায় অনুবাদ করা প্রয়োজন। বইটি অন্য ভাষায় অনুবাদের আহ্বান জানিয়েছে তিনি বলেন, করোনাযুদ্ধে বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা তছনছ হয়ে গেছে। ভয়াবহ এই যুদ্ধে শুরু থেকেই মানুষের পাশে রয়েছে সেনাবাহিনী। তাদের এ ভূমিকা নিয়ে প্রকাশিত গ্রন্থটি অন্যান্য ভাষায় যেমন ইংরেজি, ফ্রেঞ্চসহ অন্যান্য ভাষায় অনুদিত হলে বিশ্বের অন্যান্য দেশও সেনাবাহিনীর মানবিক এসব বিষয়ে জানতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার বক্তব্যে বলেছেন, মহামারি করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত `করোনাযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী‘ শীর্ষক বইটি ভবিষ্যতের জন্য দলিল হয়ে থাকবে।

তিনি বলেছেন, আমরা করোনার মহাসঙ্কটে আছি। এরই মধ্যে বিশ্বে লাখ লাখ লোক মারা গেছে। আরও হয়তো মৃত্যু ঘটবে। আজকের গণমাধ্যমের এই যুগে আমরা প্রতিনিয়ত করোনার নিত্য ভয়ানক খবর পাচ্ছি। এই সময়ে সেনাবাহিনীর মানবিক ভূমিকা নিয়ে লেখা এই বইটি ইতিহাসের দলিল হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, নিজের জীবন বিপন্ন করে অন্যান্য দুর‌্যোগের মতো করোনাযুদ্ধেও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মানুষের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, সেনাবাহিনী সব সময়ই একটি প্রচারবিমুখ সংস্থা। দেশের যেকোনো দুর‌্যোগে সেনাবাহিনী সবার আগে নিজের জীবন বিপন্ন করে হলেও মানুষের সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু সেভাবে প্রচারে আসে না। এ অবস্থায় এই গ্রন্থটি প্রকাশের মাধ্যমে বছরের পর বছর জনগণের কাছে একটি দলিল হিসেবে থাকবে।

প্রকাশিত বইটিতে অনলাইন নিউজপোর্টাল কালের আলো-তে প্রকাশিত প্রতিবেদন এবং দেশের প্রথিতযশা লেখক, শিক্ষাবিদ ও সাংবাদিকদের লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এডিবি/