ন্যাভিগেশন মেনু

করোনায় ভারতে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৬১৪, কমেছে আক্রান্ত


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬১৪ জন প্রাণ হারিয়েছেন। একইসময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজার ৪১ জন, যা ৪৬ দিনে সর্বনিম্ন।

রবিবার (৩০ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে উল্লেখিত পরিমান মানুষ আক্রান্ত ও মরা গেছেন। তার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ এবং মোট মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জন। শনাক্তের হিসেবে মৃত্যুর হার ১.১৭ শতাংশ।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৬ হাজার ৩০৯ জন সুস্থ হয়েছেন। তার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার৩২০ জন। সুস্থতার হার ৯১.২৫ শতাংশ।

শনিবার পশ্চিমবঙ্গে ১১ হাজার ৫১৪ জন নতুন আক্রান্ত হয়েছে, যা গত ২১ এপ্রিলের পর সর্বনিম্ন। রাজ্যে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৫৪ হাজার ৯৫৬। গতকাল মৃত্যু হয়েছে ১৪৮ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ২৬৮। রাজ্যে সুস্থতার হার ৯১.৩২ শতাংশ।

সিবি/এডিবি/