ন্যাভিগেশন মেনু

চাটমোহরে চিকনাই থিয়েটারের নাট্য উৎসব অনুষ্ঠিত


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাবনার চাটমোহরের মূলগ্রামে চিকনাই থিয়েটারের আয়োজনে তিন দিনব্যাপী ১৩তম নাট্য উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ছিলো এ নাট্য উৎসব শেষ দিন।

এর আগে রবিবার (২১ ফেব্রুয়ারি) চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন।

সংগঠনের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনা জেলা শাখার সভাপতি আবুল কাশেম, মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

রবিবার আব্দুস সালামের রচনা ও নির্দেশনায় ‘ভেলকি’ নাটক পরিবেশন করে মূলগ্রামের চিকনাই থিয়েটার। সোমবার আনিছুর রহমান আনছারের রচনা ও নির্দেশনায় ‘স্বীকৃতি’ নাটক পরিবেশন করে চিকনাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। একইদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নাটক কমলাকান্তের জবানবন্দি মঞ্চস্থ করে ভবানীপুরের রতনাই থিয়েটার। এ নাটকটির নির্দেশনা দেন জুয়েন হাসান জসিম।

মঙ্গলবার কামরুল ইসলাম মিঠুর রচনা ও নির্দেশনায় ‘তুফান মফিজ’ নাটক পরিবেশন করে প্রান্তিক থিয়েটার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তীর্থক নাটক এর দলীয় রচনা, নির্দেশনা ও পরিবেশনায় ‘লাল সবুজ ঘেরে কালো’ নাটকটিও মঙ্গলবার মঞ্চস্থ হয়। চিকনাই উচ্চবিদ্যালয় মাঠে বিপুল সংখ্যক দর্শক নাটকগুলো উপভোগ করেন।

ইকেআর/সিবি/এডিবি