ন্যাভিগেশন মেনু

ধর্ষিতার আত্মহত্যা, অভিযুক্তের ৪০ বছরের জেল


জয়পুরহাটে ধর্ষণের শিকার খাতিজা খাতুন (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার মামলায় আসামিকে  মাসুদ রানা নামে এক ব্যক্তিকে ৪২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুবছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী আসামির অনুপস্থিতিতেই এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জয়পুরহাট সদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের তাজিম উদ্দীনের ছেলে মাসুদ রানা (৩৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩০ জুন দুপুরে জয়পুরহাট সদরের হরিপুর উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দীনের মেয়ে খাতিজা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশের একটি পাটক্ষেতে গেলে ধর্ষণের স্বীকার হয়। এরপর ২ জুলাই সে বিষপানে আত্নহত্যা করে।

এ ঘটনার পর নিহতের বাবা হেলাল উদ্দীন বাদী হয়ে ৩ জুলাই জয়পুরহাট থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাত স্বাক্ষীর জবানবন্দি শেষে বিচারক এ রায় দেন।

ওয়াই এ/ওআ