ন্যাভিগেশন মেনু

নির্মলেন্দু গুণ ’র‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি সঙ্গীতরূপে উদ্বোধন


স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তীর প্রাক্কালে ঐতিহাসিক ৭ মার্চের ৫০তম বর্ষে বিশ্বের সেরা বাঙালি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর  ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে লেখা বাংলাদেশের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ এর বিখ্যাত কবিতা  "স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো"  কবিতাটি সঙ্গীতরূপে উদ্বোধন করা হলো অনলাইনে রবিবার বিকেল ৩টায় ।

কবিতায় সুর সংযোজন ও সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সুরস্রষ্টা ও সঙ্গীত পরিচালক শাহীন সরদার। কবিতার গানের দুটি ভার্সনে কণ্ঠ দিয়েছেন ঐশিকা নদী ও আবু বকর সিদ্দিক।  অনলাইনে কবিতার গানটি ৭ মার্চ বিকেল ৩টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অনলাইন আয়োজনে উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

কবি নির্মলেন্দু গুণ বলেন, "শাহীন সরদার ভালোবেসে এ কবিতাটি সুর করে শিল্পীর কন্ঠে তুলে দিয়েছেন। এই কাজ সলিল চৌধুরীর রানার কবিতার চেয়ে অনেক বেশি কঠিন কাজ। এই কঠিন কাজ সুরকার শাহীন সরদার করেছেন।

তাকে আমি সাধুবাদ জানাই। এ কবিতায় সুর করা সহজ নয়। কাব্যবাণীর বিভিন্ন অনুভূতি সুরে আনতে শুধু মেধাই যথেষ্ট নয়, প্রচুর শ্রম আর  গভীর অভিনিবেশ প্রয়োজন। আমি সুরস্রষ্টা ও শিল্পীদের সফলতা কামনা করি।"

শাহীন সরদার মুজিব বর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী উপলক্ষে বেশ ক'টি গানে সুরারোপ করেছেন। তিনি বলেন, "মূলত গত বছর ২১জুন কবি নির্মলেন্দু গুণ এর জন্মদিনে আমি সিদ্ধান্ত নিই এই প্রিয় কবিতাটি সুর করবো।

প্রায় ১০ দিন কবিতাটি বার বার পড়ি এবং আত্মস্থ করতে থাকি । একটু একটু করে সুর সৃষ্টি করতে থাকি। যা করতে প্রায় ২০ দিন লেগেছে।"

তিনি আরো বলেন, "ঐতিহাসিক পটভূমিতে নির্মিত বিখ্যাত কবিতাটির সুর নিয়ে ভাববো মনে মনেই ছিল বহু বছর। কবিতার শেষাংশ অনেক আগেই সুর করে একটি গীতিমাল্যে সংযোজন করেছিলাম।

এবার প্রিয় কবির জন্মদিনের উপহার হিসেবে মুজিব বর্ষে কবিতার সুর করা সম্পন্ন করলাম।"তিনি আরও বলেন, "অনেকবার উদ্যোগ নিয়েও এত বড় গদ্য কবিতা সুর করার একান্ত নিবিষ্ট সময় বের করতে পারিনি। এই করোনাকালে সুর করার একনিষ্ঠ নিবিড় ভাবনার সুযোগটুকু পেলাম।"

কবি নাসির আহমেদ বলেন, আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আলমগীর কুমকুম ও সারাহ বেগম কবরী’র নেতৃত্বে এই সংগঠনটি গঠন করেছিলাম। দীর্ঘ ৪৪ বছর এই সংগঠনটি পার করছি।

তিনি আরো বলেন, “বহুদিনের এক অমীমাংসিত কথার মীমাংসা করে দিয়েছিলেন বাংলাদেশের প্রধানতম কবি নির্মলেন্দু গুণ ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’ এই পংক্তির মধ্য দিয়ে। আর সুরস্রষ্টা শাহীন সরদার কবিতা সৃষ্টির ৪০ বছর পরে একটি গদ্য কবিতাকে সুর দিয়ে বিখ্যাত কবিতাকে আরো বেশি মানুষের মাঝে পৌঁছে দেবার সুযোগ করে দিলেন।”

গানটি দুজনের কণ্ঠে দুটি রেকর্ড হয়েছে। একজন দেশবরেণ্য শিল্পী আবু বকর সিদ্দিক এবং অন্যজন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী ঐশিকা নদী।

অনলাইন  উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কবি নাসির আহমেদ, শিল্পী সংগঠক মাহমুদ সেলিম, কবি সুমন সরদার,  শিল্পী ড. বিশ্বজিৎ রায়, সুরস্রষ্টা শাহীন সরদার, আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন, শিল্পী আবু বকর সিদ্দিক ও শিল্পী ঐশিকা নদী।

উল্লেখ্য, কবিতার গানে সুর সৃষ্টি করা সুরস্রষ্টা শাহীন সরদারের জন্য নতুন নয়। জীবনানন্দ দাশ, জসীম উদ্ দীন, শামসুর রাহমান, সৈয়দ শামসুল হক, মাহবুব উল আলম চৌধুরী, আসাদ চৌধুরী, রফিক আজাদ, নাসির আহমেদ, কবি কামাল চৌধুরী, সমুদ্র গুপ্তসহ অনেক বরেণ্য কবির কবিতার গান তিনি প্রকাশ করেছেন।

এস এস