ন্যাভিগেশন মেনু

ফেব্রুয়ারিতে হচ্ছে না বইমেলা


করোনা মহামারিতে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে  প্রস্তাব দিয়েছেন  প্রকাশকরা।

রবিবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। 

তিনি জানান, করোনা পরিস্থিতিতে প্রতিবছরের মতো এ বছর পহেলা ফ্রেব্রুয়ারি বই মেলা হচ্ছে না। তবে, কবে হবে তা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে যদি সিদ্ধান্ত হয় তবেই বইমেলা অনুষ্ঠিত হবে। তবে, এ বছরের বইমেলা এ বছরেই অনুষ্ঠিত হবে বলেও জানান বাংলা একডেমির মহাপরিচালক।

ফেব্রুয়ারিতে না হলে কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে হাবীবুল্লাহ সিরাজী জানান, মার্চ অথবা এপ্রিলে হবে কি না তাও নিয়েও সিদ্ধান্ত হয়নি। পুরো বিষয়টি পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে।

নিয়ম অনুযায়ী প্রতিবছর ১ ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। কিন্তু করোনার কারণে এবার আর তা হচ্ছে না।

ওআ/