ন্যাভিগেশন মেনু

বগুড়ায় চিত্রশিল্পি তারিকুলের একক চিত্র প্রদর্শনী


মুজিববর্ষ উপলক্ষে তরুণ চিত্রশিল্পী তারিকুল ইসলামের মিনিয়েচার (ক্ষুদ্র চিত্র) একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের সাতমাথা মুজিবমঞ্চে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা ও মাটিডালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ তারা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, মাটিডালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লাল মিয়া।

চিত্রশিল্পী তারিকুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধুর সাড়ে ৬ হাজার ছবি দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করেছেন। ছবিগুলোর দৈর্ঘ ২ সেন্টিমিটার এবং প্রস্থ ২.৫০ সেন্টিমিটার।

জাতির পিতার পরিবারের ছবিও রয়েছে এই মানচিত্রে। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ছবিসহ ১৯২০ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত বিভিন্ন ঘটনায় আরও ২৫০টি ছবি দিয়ে তৈরি করেছেন ছোট্ট একটি বই যেখানে রয়েছে ৪১০ পৃষ্ঠা। বইটির দৈর্ঘ ১ ইঞ্চি, প্রস্থ ১.৫ ইঞ্চি। এই বইয়ে ৩৫টি পেন্সিল স্কেচ ও ২১৫টি জলরংয়ের ছবি রয়েছে।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খান রনি’র সার্বিক সহযোগিতায় প্রদর্শনী চলবে আজ শনিবার পর্যন্ত।

এ এস বি/ এস এ /এডিবি