ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাবি’তে ১০১ টি প্রতিকৃতি প্রদর্শন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মৃতি ভাস্কর্যটিতে পাশাপাশি ১০১টি প্রতিকৃতি প্রদর্শন করা হয়। জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য প্রতিটি চিত্রকর্মের বার্তার পাশাপাশি ১০১ টি প্রতিকৃতি প্রদর্শিত হয়।

সপ্তাহব্যাপী প্রদর্শনীর প্রতিপাদ্য বিষয় ছিল- ‘আপনি যদি বঙ্গবন্ধুকে চেনেন, আপনি বাংলাদেশকে চিনবেন’ । কিশোরগঞ্জ জেলার বাজিতপুর কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া বঙ্গবন্ধুর এই সুন্দর চিত্রগুলিতে রাজু ভাস্কর্যটি সজ্জিত করেন।

১০১ টি পেন্সিল স্কেচ পেইন্টিংয়ের জন্য হৃদয়ের তিন মাস ব্যয় করতে হয়েছিল এবং ১০১ টি উদ্ধৃতিও লিখতে হয়েছিল। এজন্য তার প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়।

এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে, হৃদয় মিয়া বাংলাদেশ পোস্টকে বলেন, "আমি সর্বদা বঙ্গবন্ধুর জন্মদিনের বিষয়ে একটি চিরকালীন মেজাজে আছি।  আমার শৈশবকাল থেকেই দিবসটি উদযাপন করার জন্য আমি কিছু করার চেষ্টা করি।

গত বছর আমি বিভিন্ন স্কুল-কলেজগুলিতে বঙ্গবন্ধুর বিপুল পরিমান  প্রতিকৃতি এঁকেছি। আমি দীর্ঘদিন ধরে মুজিব বছর উদযাপনের জন্য  প্রস্তুতি নিচ্ছিলাম।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন যে বঙ্গবন্ধুর এই চিত্রগুলি থেকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে মানুষ সৎ ও সাহসী হবে।

হৃদয় মিয়া বলেন, আমার মূল যাত্রাটি বিবিসি কর্তৃক স্বীকৃত সহস্রাব্দের সেরা বাঙালি হিসাবে চিহ্নিত বঙ্গবন্ধুর এক হাজার প্রতিকৃতি।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, “বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী একটি জাতীয় অনুষ্ঠান। হৃদয় তার অনুপ্রেরণা থেকে এই কাজটি করেছে। বিষয়টি জাতীয় হওয়ায় অনুমতির প্রয়োজন পড়েনি। তা অবরুদ্ধও হয়নি। বরং আমি এর ভূয়সী প্রশংসা করেছি।

এম/ এস এস