ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর জীবন দর্শন নিয়ে কাব্যগ্রন্থ ‘কালজয়ী পিতা’


পাবনার চাটমোহর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, কবি ও প্রভাষক ফিরোজা পারভীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন নিয়ে লিখেছেন কাব্যগ্রন্থ  'কালজয়ী পিতা'।

'কালজয়ী পিতা' কাব্যগ্রন্থে রয়েছে মাত্র একটি কবিতা। বঙ্গবন্ধুর প্রতি অগাধ শ্রদ্ধাবোধ থেকে কবি তার এ কবিতায় ১ হাজার ৯৭৫টি লাইন সন্নিবেশ করেছেন।

বইটি প্রকাশ করেছে পাবনার মহিয়সী প্রকাশ। প্রচ্ছদ করেছেন নবীন চারুশিল্পী সঞ্চারী হক। চার ফর্মার বইটির মূল্য ধরা হয়েছে ২০০ টাকা।

'কালজয়ী পিতা' কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি ফিরোজা পারভীন জানান, 'বঙ্গবন্ধু অসীম, অশেষ। তাকে জেনে শেষ করার উপায় নেই। ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন; স্বাধীনতা যুদ্ধ, আমাদের লাল সবুজের পতাকা এ সব কিছুর পরতে পরতে জড়িয়ে রয়েছেন জাতির পিতা। বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জানার চেষ্টা করছি। তাকে জানার যেমন চেষ্টা করছি তেমনি নতুন প্রজন্মকে তার সম্পর্কে জানার তারণা থেকে আমার এ লেখা।'

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সারাটি জীবন যিনি নিজের কথা না ভেবে সংগ্রাম করে গেছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন, সেই মানুষটিকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে সেনাবাহিনীর কিছু বিপথগামী উচ্চাভিলাষী বিশ্বাসঘাতক অফিসারের হাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সপরিবারে নিহত হতে হয়! ধিক্কার জানাই ওইসব সেনা কর্মকর্তাদের। যারা সেদিন পিতার রক্তে রঞ্জিত করেছিল বাংলার মাটি। ঔপনিবেশিকদের কবল থেকে নিজের জন্ম ভূমিকে মুক্ত করার জন্য বিশ্বের স্মরণীয় ব্যক্তিত্ব জর্জ ওয়াশিংটন, মোস্তফা কামাল আতাতুর্ক, হো চি মিন, ফিদেল ক্যাস্ট্রো, চে গুয়েভারা, আহমেদ সুকর্ন, মাও সেতুং, প্যাট্রিস লুমুম্বা, নেলসন ম্যান্ডেলা ও মহাত্মা গান্ধী যেমন  অবদান রেখে গেছেন তার চেয়েও বেশি অবদান রেখে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো তিনি হয়ে উঠেছেন বিশ্বনেতা, বিশ্ববন্ধু। তার কন্ঠস্বর আজ পরিণত হয়েছে কোটি মানুষের কন্ঠস্বরে। ইতিহাসের সর্বোচ্চ অন্ধকারতম দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে দিনটি কখোনই ভূলবার নয়। তাই “কালজয়ী পিতা” নামক আমার এ দীর্ঘ কবিতায় আমি ১ হাজার ৯৭৫ টি লাইন সন্নিবেশ করেছি। শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্মরণীয় ঘটনা, অধ্যায় এ কবিতায় সংযোজন করার চেষ্টা করেছি। আশা করছি বইটি পাঠকের ভালো লাগবে।

আইকেআর/ওয়াই এ/এডিবি