ন্যাভিগেশন মেনু

বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়


ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও এর মিত্র দলগুলোর জোট জয় পেয়েছে।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিহার বিধানসভার ২৪৩টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে।

এনডিএ-তে জেডিইউ-কে পেছনে ফেলে বড় শরিক হিসেবে আত্মপ্রকাশ করেছে বিজেপি। বস্তুত, দলভিত্তিক ফলের নিরিখে তিন নম্বরে চলে গেছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল। এক নম্বরে বিরোধী মহাঘটবন্ধনের প্রধান শরিক আরজেডি। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

এদিকে অপ্রত্যাশিত ভালো ফল করেছে বাম দলগুলোও। কিন্তু কংগ্রেসের আসন গতবারের থেকে কমেছে। বিরোধী শিবিরের আফসোস, সোনিয়া গান্ধীর দল একটু ভালো ফল করলেই ক্ষমতা দখল নিশ্চিত হতো।

মহামারি শুরুর পর থেকে বিহারের এ ভোট ছিল ভারতের প্রথম গুরুত্বপূর্ণ নির্বাচন। তিন দফায় ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়েছে। রাজ্যে সরকার গড়তে প্রয়োজনীয় ১২২ আসন নিশ্চিত হওয়ায় ফের বিহারের ক্ষমতায় আসছে এনডিএ জোট।

এবারের বিহার বিধানসভার কার্যকালের মেয়াদ ২৯ নভেম্বর শেষ হচ্ছে। তার আগেই গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ফলাফল ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন।

ওআ/