ন্যাভিগেশন মেনু

ম্যারাডোনার ছবির নিচে কোকেন পাচারের চেষ্টা


সদ্য প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ছবি ব্যবহার করে কোকেন পাচারের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তার চেষ্টা বিফল করেছে বিমানবন্দর কর্মীরা।

ঘটনা ইস্তানবুল বিমানবন্দরে। গত বুধবার ইস্তানবুলে ২.৬৫ কেজি ওজনের কোকেন ধরা পড়ে। বিমানবন্দর পুলিশ সূত্রে খবর সদ্য প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ১২টি ছবির নীচে লুকিয়ে পাচার করা হচ্ছিল। বিমানবন্দর কর্মীরা অবশ্য কোকেন পাচারের এই ছক ভেস্তে দেন।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, ৭২ বছরের এক বৃদ্ধ জার্মান কলোম্বিয়া থেকে ইস্তানবুল আসেন। তাঁর সঙ্গে ছিল ম্যারাডোনার ১২টি ছবি। সেই ছবির মধ্যে করেই কোকেন পাচার করার চেষ্টা করছিলেন ঐ বৃদ্ধ।

বিমানবন্দরের এক্স রে মেশিনে জার্মান ব্যক্তির জিনিসপত্রে সন্দেহজনক কিছু ধরা পড়ে। এর পরেই পুলিশ কুকুররা সতর্ক করে বিমানকর্মীদের।

ছবি থেকে কোকেন উদ্ধার করার দৃশ্য ভিডিও করে রাখা হয়। সেখানেই দেখা যায় ম্যারাডোনার ছবির ভেতরে ফয়েল মোড়া কোকেন।

ওআ/