ন্যাভিগেশন মেনু

শেষ হলো অমর একুশে বইমেলা


করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রায় নীরবেই শেষ হলো এবারের অমর একুশে বইমেলা। 

সোমবার (১২ এপ্রিল) অমর একুশে বইমেলার শেষ দিনে নতুন বই এসেছে ৬৪টি এবং আজ পর্যন্ত মেলায় প্রকাশিত সর্বমোট নতুন বইয়ের সংখ্যা ২৬৪০টি।

এদিকে অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্য থেকে স্টলের নান্দনিক অঙ্গসজ্জায় শ্রেষ্ঠ বিবেচিত তিনটি প্রতিষ্ঠানকে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। এসব প্রকাশনা প্রতিষ্ঠান হলো-উড়কি (স্টল নম্বর-৪৩) এক ইউনিট, সংবেদ (স্টল নম্বর-১৮৯,১৯০) ২-৪ ইউনিট, কথাপ্রকাশ ; প্যাভেলিয়ন-২০।

উল্লেখ্য, গত ১৮ই মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয় বহুল কাঙ্ক্ষিত অমর একুশে বইমেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি 'অমর একুশে বইমেলা ২০২১' ও অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন।

বইমেলা একমাসব্যাপী হওয়ার কথা থাকলেও দেশে করোনার সংক্রমণ বাড়ায় দুদিন আগেই মেলা সমাপ্তির নির্দেশ দেয়া হয়।

ওআ/