ন্যাভিগেশন মেনু

শ্রদ্ধা ও ভালবাসায় আব্দুল মালিক চৌধুরীকে স্মরণ ও ট্রাস্ট গঠন


সিলেট জেলার কানাইঘাট উপজেলায় একটি ট্রাস্টের উদোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০ এ দ্বিতীয় স্থান অধিকারী স্বর্ণপদকপ্রাপ্ত হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আল্লামা আব্দুল মালিক চৌধুরী (র.) শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই আয়োজন করা হয়।

উল্লেখ্য, সিলেট সরকারী আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল গ্রামের কৃতি সন্তান মরহুম আল্লামা আব্দুল মালিক চৌধুরীর নামে এই ট্রাস্টের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

অবশ্য, আরো কয়েক বছর আগে এই ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে অনানুষ্ঠানিক কার্য্যক্রম শুরু হয়। ওই বছরের ১৫ জুলাই তারিখে কমিটিও গঠিত হয়। আব্দুল মালিক চৌধুরীর ছেলে লন্ডন প্রবাসী আবুল হাসানাত চৌধুরী ও বীরদল গ্রামের তরুণ সমাজসেবী বাহার উদ্দীন চৌধুরী যথাক্রমে ট্রাস্টের সভাপতি ও সেক্রেটারী দায়িত্বে রয়েছেন। গত মঙ্গলবার ছিল জনস্মুখে আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতার দিন।

মঙ্গলবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার মকবুল হুসেইন চৌধুরী এবং অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের সেক্রেটারি বাহার চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হাসমত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মু. আব্দুর রহিম, ৯ নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সৈয়দ নবীব আলী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকারিয়া, মাওলানা বদরুল হক, খালেদ চৌধুরী, মুহাম্মদ মাহবুব, ট্রাস্টের সহ-সভাপতি হাসনাত হোসাইন চৌধুরী, আবু তাহের চৌধুরী প্রমুখ। লন্ডন থেকে আবুল হাসানাত চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা মরহুম আল্লামা আব্দুল মালিক চৌধুরীকে গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করেন। তাঁর বর্নাঢ্য ও কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, আব্দুল মালিক চৌধুরী ছিলেন একজন অনন্য গুণীজন ও পন্ডিত ব্যক্তিত্ব। তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত একজন আলেমে দ্বীন ও সমাজসেবী।

বক্তারা আরো বলেন, তাঁর স্মরণে ‘‘আল্লামা আব্দুল মালিক চৌধুরী শিক্ষা ও জনকল্যাণ ট্রাস্ট’’ গঠন করা হয়েছে তাঁর স্বপ্নের বিভিন্ন কাজ বাস্তবায়ন করার জন্য। গরীব মানুষের কষ্টে তাঁর হৃদয় কাঁদতো। শিক্ষা বিস্তারে ও শিক্ষার উন্নয়নে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাই তাঁর নামে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের মাধ্যমে গরীব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে এবং শিক্ষা বিস্তারে ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে এই ট্রাস্ট।

অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা কানাইঘাটের শিশু মো: ইহতিশামুল হক হীরার হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। আব্দুল মালিক চৌধুরীসহ অন্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সিবি/ওআ