ন্যাভিগেশন মেনু

রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারি আটক


রাজধানীর মোহাম্মদপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তিনটি মোবাইল ও একটি লরি ট্রাক জব্দ করা হয়। 

বুধবার (২৩ জুন) সকাল ৮টার দিকে মোহাম্মদপুর থানার আসাদ গেট সংলগ্ন মিরপুর রোডের নিউ কলোনিতে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- আব্দুল্লাহ (৩৫), ও মুসা (৩১)।

বুধবার (২৩ জুন) রাতে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর থানার আসাদ গেইট সংলগ্ন নিউ কলোনি মসজিদ মার্কেট রূপালী ব্যাংকের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি লরি ট্রাক তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করা হয়। এছাড়াও তিনটি মোবাইল ও একটি লরি ট্রাক জব্দ করা হয়। 

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এএসপি মামুন জানান, আসামীরা একটি সংঘবদ্ধ মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। তাদের অন্য সহযোগীরা পারস্পরিক যোগশাজসে দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে ইয়াবা দেশে নিয়ে আসে। পরবর্তীতে ইয়াবার এসব চালানগুলো কৌশলে বিভিন্ন পরিবহনের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তল্লাশি বেড়ে যাওয়ায় দৃষ্টি এড়াতে মাদক পরিবহনের ক্ষেত্রে নতুন নতুন কৌশল অবলম্বন করে থাকে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।

এস এ/ওআ