ন্যাভিগেশন মেনু

সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত?


আমরা সকালে ঘুম থেকে উঠার পরই নানান কাজে ব্যস্ত থাকি। আমাদের যদি সকালটা ভালো না যায়, তবে সারাটা দিনই মনে হয় খারাপ কাটে। তাই সকালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে সকালে কিছু নিয়ম মেনে চললে সারাদিন ভালো কাটানো সম্ভব।

চলুন জেন নিই সকালে ঘুম থেকে উঠে কি করা উচিত:

১। আমরা অনেকেই সকালে ঘুম থেকে ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখি। আমাদের এটা মাথায় রাখতে হবে যে সেটা যেনো স্নুজ মোডে না থাকে। কারন স্নুজ মোডে থাকলে বার বার অ্যালার্ম বন্ধ করে বার বার ঘুমাবার ইচ্ছা হয়। এর ফলে না ঠিক করে ঘুম হয়, না সময় মতো ঘুম থেকে ওঠা হয়। সকাল যদি এত খারাপ হয় তাহলে স্বাভাবিক ভাবেই সারাদিন খারাপ যাবে।

২। সকালে উঠেই সবার আগে চা খাবেন না। কারন সারারাত পেট খালি থাকার ফলে পেটে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। সকালে দুধ ও চিনি দিয়ে চা বা কফি খাবার ফলে শরীর অসুস্থ হবার সম্ভবনা থেকেই যায়। সকালে শরীর খারাপ করলে তার রেশ থেকে যাবে সারাদিন। অস্বস্তিতে ভুগতে হবে। চা না খেয়ে সেই জায়গায় জল বা লাইম জুস খেতে পারেন।

৩। সকালে ঘুম ভাঙ্গার পর সঙ্গে সঙ্গে বিছানা না ছেড়ে হাত-পা টান টান করে বিছানায় কিছুক্ষন শুয়ে থাকুন। এর ফলে সারাদিন আপনি সতেজ থাকবেন এবং সারাদিন ভালো যাবে।

৪। ঘুম থেকে উঠেই জিমে দৌড়বেন না। এরকম করা একদমই উচিত্‍ নয়।

৫। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ঘাটবেন না। এর ফলে মস্তিস্কে চাপ পড়ে, সারাদিন খারাপ যেতে পারে।

৬। ঘুম থেকে উঠেই বিছানা না গুছিয়ে উঠে যাবেন না। সকালে নিজের ঘর বিছানা পরিষ্কার দেখলে সারাদিন মন ভালো থাকবে।

সিবি/এডিবি/