NAVIGATION MENU

করোনামুক্ত হলেন সাইফ


করোনাভাইরাস মুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসান। তৃতীয় দফা করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা নেগেটিভ আসে। নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে এ খবর নিশ্চিত করেছেন খোদ সাইফ।

শ্রীলঙ্কা সফর সামনে রেখে ক্যাম্পের আগে ১৭ জন ক্রিকেটারসহ ২৪ জনের করোনা টেস্ট করা হলে সেখানে করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন সাইফ। এরপর দ্বিতীয় দফা পরীক্ষাতে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

বর্তমানে স্কিল ক্যাম্পে মোট ২৭ জন ক্রিকেটারের প্রাথমিক স্কোয়াড দিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে আছেন সাইফ। খুব শিগগিরই মাঠে ফিরবেন বলে আশা করছেন তিনি।

এমআইআর/এডিবি